অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: চাকুরি প্রার্থীদের জন্য মোটিভেশনাল ক্লাস নিলেন ডিএসপি। স্বয়ং ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কে শিক্ষকের ভূমিকায় দেখে স্বভাবতই আপ্লুত চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য, পতিরাম নাগরিক ও যুব সমাজের পক্ষ থেকে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডব্লিউবিসিএস অর্থাৎ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং এবং গাইডেন্স কর্মসূচি। জয়েন্ট ফোরাম অফ স্টেট সার্ভিস অফিসার্স এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সহযোগিতায় শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে ক্লাস নেন ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ,
কুমারগঞ্জ ব্লকের ল্যান্ড অফিসার প্রণয় সাহা প্রমুখরা। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রশ্নপত্রের ধরণ, কিভাবে প্রস্তুতি নিতে হবে ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন তাঁরা। আগামীতেও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া এই কোচিং লাগাতার চলবে বলেই আয়োজকদের তরফে জানানো হয়েছে।এবিষয়ে পতিরাম নাগরিক ও যুবসমাজের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামানিক জানান, আমাদের এলাকার ছেলে মেয়েরাও যাতে সিভিল সার্ভিস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারে এবং অর্থের অভাবে যাঁরা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কোনও সংস্থা থেকে কোচিং নিতে পারছেন না, তাঁদের কথাও মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডব্লিউবিসিএস এর ফ্রী কোচিং অ্যান্ড গাইডেন্স কর্মসূচির আজ চতুর্থ দিনের ক্লাস হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct