নিজস্ব প্রতিবেদক,নদিয়া,আপনজন: নদিয়ার শান্তিপুরে পুলিশ গাড়িতে নয়, থানা থেকে খোলামেলা অটোতে করে আদালতে নিয়ে যা হচ্ছে। খোলামেলা অটোই করে আসামি নিয়ে যাওয়ার পথে কোনো দুর্ঘটনা ঘটলেই তার দায় কে নেবে? পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নদীয়ার শান্তিপুর থানার ঘটনা। প্রতিদিন যে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় নিয়ম অনুযায়ী তাদের পরের দিন আদালতে তুলতে হয়। পুলিশের গাড়িতে করে যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তদের আদালতে তোলা হয়। কিন্তু পুরোপুরি উল্টো চিত্র ধরা পরল নদীয়ার শান্তিপুর থানায়। অটোতে পুলিশ স্টিকার লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেপ্তার করা অভিযুক্তদের। রয়েছে একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার। এই প্রথম নয় সূত্রের খবর এর আগেও বেশ কয়েকদিন অটোয় করে নিয়ে যাওয়া হয়েছে আসামি। প্রশ্ন উঠছে খোলামেলা গাড়িতে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আদালতে নিয়ে যাওয়ার সময় যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে। যদিও এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার সায়ক দাস কে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct