মারণ ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে ফের কঙ্গো। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য নিশ্চিত করে সতর্কতা জারি করেছে। এর আগে ২০১৪ সালে কঙ্গোতে ইবোলা মহামারী অাকার ধারণ করে৷ সেই সংক্রমণ অন্য দেশেও ছড়ায়৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কঙ্গোর উত্তরাঞ্চলীয় বাস-উয়েলে প্রদেশে ২২ এপ্রিল বা তার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অন্তত একজন ইবোলায় আক্রান্ত হয়ে মারা যান।কঙ্গোতে এবারের ইবোলা প্রাদুর্ভাবের জন্য জনস্বাস্থ্য সচেতনতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব না দেওয়াকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এর আগে ২০১৪-১৫ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তখন বেশি আক্রান্ত হয়েছিল গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়া। ২০১৪ সালে কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct