সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়,আপনজন: শেষ হল ঐতিহ্যবাহী ভাঙড় পীরের মেলা। গঙ্গাসাগর ও ক্যানিংয়ের ঘুটিয়ারি পীরের মেলার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃতীয় বৃহত্তম মেলা ভাঙড় পীরের মেলা। মেলাকে ঘিরে ভাঙড় বাজার জুড়ে খাবার, আববাবপত্র, মনোহরিসহ বিভিন্ন ধরনের দোকানের পসড়া সাজিয়ে বসেন দোকানিরা। মনোরঞ্জনের জন্য মেলায় প্রত্যেকদিন ছিল নামী শিল্পীদের দিয়ে নৃত্য ও সঙ্গীতায়োজন। মেলার প্রথম দিনে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ আইনজীবী শুভাশীষ চক্রবর্তী, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম প্রমুখ। মেলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শুভাশীষ ও আরাবুল।
মেলা কমিটি জানিয়েছে করোনা প্রকোপের কারণে দুবছর বন্ধ ছিল ভাঙড় পীরের মেলা। পুনরায় শুরু হয়ে মাত্র দুদিন চলে মেলা। ২০২২ ভাঙড় পীরের মেলা শুরু হয় ৩১ মার্চ। শেষ হয়েছে ১ এপ্রিল। মেলার আনুষ্ঠানিকতা শেষ হলেও এক সপ্তাহ ধরে চলবে বেচাকেনা।স্থানীয় সূত্রে জানা গেছে নতুন করে মেলা শুরু হওয়ায় খুশি মেলা প্রেমিরা। ভাঙড় পীরের মেলায় ভাঙড় ছাড়াও বারুইপুর, সোনারপুর, হাড়োয়া, মিনাখা, রাজারহাটসহ দুই চব্বিশ পরগনা ও কোলকাতার লোকেরা ভিড় করেন। ফলে মেলা হয়ে ওঠে যেন মিলন তীর্থ। মেলায় দোকান লাগিয়ে বাড়তি পয়সা রোজগার করতেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। দুবছর মেলা বন্ধ থাকায় রোজগারে টান পড়ে তাদের। মেলা ফের শুরু হওয়ায় ব্যাবসায়ী ভাইদের মুখেও তাই হাসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct