আপনজন: দিল্লির বাইরে প্রথম কোনো রাজ্য হিসেবে পাঞ্জাবে সরকার গঠন করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। অপেক্ষাকৃত ছোট রাজ্য গোয়াতেও নিজেদের ছাপ ফেলেছে দলটি। কেজরিওয়ালের আপের লক্ষ্য এবার গুজরাত জয়। তাই গুজরাতে প্রচারে গিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গুজরাতের মানুষদের কাছে আর্জি, একবার অন্তত সুযোগ দিন। কেজরিওয়াল বলেন, বিজেপি অহংকারী দল। গুজরাতে ২৫ বছর ক্ষমতায় থেকে তাদের মধ্যে দুর্নীতি বাসা বেঁধেছে। তাই আপকে একবার সুযোগ দিলে দুর্নীতি সাফ করে দেবে। ১৯৯৫ সাল থেকে গুজরাজে ক্ষমতায় বিজেপি। চলতি বছরের শেষে গুজরাটের বিধানসভা নির্বাচন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিয়ে শনিবার গুজরাতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।দুই দিনের সফরে আহমেদাবাদে গুজরাত বিধানসভা নির্বাচনে আপের প্রচারণা শুরু করেছেন দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এদিন তারা শবরমতী আশ্রম পরিদর্শন করবেন। এরপর দুই কিলোমিটারের একটি রোড শোয়ে অংশ নেবেন। আজ রবিবার দুই মুখ্যমন্ত্রী আহমেদাবাদের স্বামী নারায়ণ মন্দির পরিদর্শনে যাবেন।
পাঞ্জাব বিধানসভার আসনসংখ্যা ১৮২। গত বছর কেজরিওয়াল ঘোষণা দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাতের সব আসনে লড়বে আপ। গত বছরের মার্চে গুজরাতের স্থানীয় নির্বাচনে ভালো করে দলটি। তালুকা পঞ্চায়েতে ৩১টি, ৯টি পৌরসভা ও ২টি জেলা পঞ্চায়েত মিলিয়ে দলটি মোট ৪২টি আসনে জয় পেয়েছে। গত বুধবার দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে হামলা হয়েছে। বিজেপির যুব সংগঠন ভারতীয় যুব মোর্চার ২০০ কর্মী কেজরিওয়ালের বাসভবনে হামলা করেন। দুই নেতার নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে আপ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও মান সিংকে বাড়তি নিরাপত্তা দিতে আহমেদাবাদ পুলিশ প্রধানকে আহ্বান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct