মোল্লা মুয়াজ ইসলাম,বর্ধমান,আপনজন: পূর্ব বর্ধমান জেলা কৃষিকাজে উন্নত হলেও, জেলার বিভিন্ন এলাকায় সেচের জলের সমস্যা ছিল। বেশ কয়েক মাস আগে থেকে বিভিন্ন এলাকায় ডিভিসির ক্যানেল সংস্কারের কাজে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। বড় ক্যানেলগুলির সংস্কারের পাশাপাশি শাখা ক্যানেলগুলির কাজ চলছে। এছাড়া সেচের পাকা নালা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে বলে জানা গেছে। জেলার চারটি ব্লকে ১৬ টি পাকা সেচ নালা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । নালা সংস্কারে দক্ষিণ দামোদরের তিনটি ব্লক বাদ পড়েছিল। এই খবর রাজ্যের প্রধান কৃষি মৎস প্রাণী সম্পদ উদ্যান পালন উপদেষ্টা প্রদীপ মজুমদার কে জানান দক্ষিণ দামোদরের বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক সফিকুল ইসলাম । প্রদীপ মজুমদার সঙ্গে সঙ্গে সেচ সচিব কে জানিয়ে খন্ডঘষ রায়না ১, রায়না ২ ব্লকে কৃষিতে উন্নত ব্লকে সেচ ক্যানেল সংস্কারের ব্যবস্থা করেন । এই কাজের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের সহায়তায় দু’কোটি টাকা বরাদ্দ হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিভিত্তিক এই জেলাকে কৃষিকাজে আরও উন্নত করতে, বিস্তীর্ণ এলাকায় সেচের জল পৌঁছে দেওয়ার জন্য পাকা সেচ নালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থার ফলে প্রত্যন্ত এলাকায় জল পৌঁছে যাবে। এমন পরিষেবা পেয়ে কৃষকেরা উপকৃত হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, জেলা পরিষদের কৃষি ও সেচ স্থায়ী সমিতির বৈঠকে জেলায় চারটি ব্লকে নতুন করে পাকা সেচ নালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার মেমারি ব্লকে তিনটি, কালনা - ২ ব্লকে তিনটি, কালনা - ১ ব্লকে চারটি, আউশগ্রাম - ১ ব্লকে দুটি, আউশগ্রাম - ২ ব্লকে তিনটি ও ভাতার ব্লকে একটি পাকা সেচ নালা নির্মাণ হবে বলে জানা যায়। অন্যদিকে আউশগ্রাম - ২ ব্লকে ভালকি এলাকায় একটি চেক ড্যাম তৈরির পরিকল্পনা রয়েছে বলে বৈঠকে জানা যায়। স্বাভাবিকভাবে পাকা সেচ নালা তৈরির খবরে এইসব ব্লকের চাষিরা। এতদিন আউশগ্রামের চাষি ঋষিকেষ লাহা জানান, ক্যানেল থেকে দূরে জমিতে জলের পরিষেবা না থাকায় কৃষিকাজে সমস্যা হত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct