মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: নদীয়া জেলার শান্তি পুরে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের। পুনরায় কাজে নিয়োগের দাবি তুলে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করল হাসপাতালে অস্থায়ী কর্মীরা। নদীয়ার কল্যাণী থানার গয়েশপুর এনএসএস কোভিডি হাসপাতালের ঘটনা। এখনো হাসপাতালের সামনে রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। জানা যায় কল্যাণী এনএসএস কোভিড হাসপাতালে বিগত এক বছর ধরে মোট ১৩০ জন অস্থায়ী কর্মী চুক্তির ভিত্তিতে কাজ করছিলেন। গতকাল তাদের যুক্তি শেষ তারিখ ছিল। জেলা স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় নতুন করে মাত্র কুড়ি জন পুনরায় চুক্তির ভিত্তিতে কাজ পাবে। এরপরে শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি তারা গত একবছর জীবনের ঝুঁকি নিয়ে কোভিড আক্রান্ত রোগীদের দেখাশোনা করেছেন। কিন্তু হঠাৎ তাদের পুনরায় কেন নিয়োগ করা হচ্ছে না। এর পাশাপাশি কিভাবে তারা কুড়ি জনের কাজ পুনরায় দেওয়ার কথা বলছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তারা চাইছেন যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে এতদিন তারা কাজ করেছেন সেই কারণে ১৩০ জন কে পুনরায় নিয়োগ করুক স্বাস্থ্য দপ্তর। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত হাসপাতালে সুপার কিংবা জেলা স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলে আসছেন ততক্ষণ চলবে তাদের বিক্ষোভ। প্রয়োজনে আগামী দিনে অনশনের পথে নামবেন বলে জানিয়েছেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct