নিজস্ব প্রতিবেদক,ওয়াংখেড়ে,আপনজন: রাসেলের ব্যাট চললে পাহাড় প্রমান রান’কেও যেন তুচ্ছ মনে হয়,সেটার আরও একবার সাক্ষী থাকলো শুক্রবার রাতের ওয়াংখেড়ে স্টেডিয়াম।একটা সময় মনে হয়েছিল সহজেই জিতবে কেকেআর।কিন্তু, সেই সহজ ম্যাচকেই কঠিন করে জিতলেন শ্রেয়স আইয়ারের ছেলেরা। প্রথম ইনিংসে উমেশ যাদবের দাপটে (৪-২৪) ১৩৭-১০ রানে গুটিয়ে যায় শিখর, মায়াঙ্কদের পাঞ্জাব কিংস। ৫.৪ ওভারে ৬২ রানে ২ উইকেট ছিল, সেই তারাই ১৮.২ ওভারেই থামে ১৩৭ রান তুলতেই। পাঞ্জাবের মূল ক্ষতিটা করেন উমেশ যাদব। এবারের আইপিএলের শুরু থেকেই নতুন বলে ধারাবাহিক উমেশ আজ ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। প্রথম ওভারে মায়াঙ্ক আগারওয়ালকে হারালেও পাঞ্জাবকে এগিয়ে নিচ্ছিলেন শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষে। পরের জন তো ঝড় তুলেছিলেন, ৯ বলে তিনটি করে চার ও ছয়ে করেন ৩১ রান। শিবাম মাভির বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। পাওয়ারপ্লের শেষ ওভারে ধাওয়ানকে ফেরান টিম সাউদি। পাঞ্জাবের ধস নামে মূলত নবম ওভারে ১৬ বলে ১৯ রান করে লিয়াম লিভিংস্টোন ফেরার পর। ২৪ রানের ব্যবধানে তারা হারায় ৫ উইকেট। দশম ব্যাটসম্যান কাগিসো রাবাদার ১৬ বলে ২৫ রানের ইনিংসে তবু মোটামুটি একটা সংগ্রহ পায় তারা তাতে। যাদবের দারুণ বোলিংয়ের দিনে ২টি উইকেট নেন সাউদি, ১টি করে নেন মাভি, সুনীল নারাইন ও রাসেল। উইকেটশূন্য থাকলেও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে দেন মাত্র ১৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ধ্বসে পড়ে কেকেআর ব্যাটিং লাইন আপও। ৫১ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছিল শাহরুখ খানের টিম।
শ্রেয়স ভালো শুরু করেও ২৬(১৫) বেশীদূর এগোতে পারেননি।রাহুল চাহারের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন। নীতিশ রানাও ব্যর্থ ০(২)। তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন বাহারি চুলের ‘রাসেল দ্য মাসেল’। নামার পর রাসেল প্রথম ৭ বলে করেন মাত্র ২ রান। কলকাতার ইনিংসের সপ্তম, অষ্টম ও নবম ওভার থেকে মাত্র ৫ রান এসেছে। কিন্তু ম্যাচের ছবিটা পাল্টাতে থাকে দশম ওভার থেকে। হারপ্রিত ব্রারকে দুই ছয় মেরে বিশেষ কিছুর আগমনী বার্তা দেন রাসেল। একেবারে ধ্বংসাত্মক তাণ্ডব চালালেন তিনি। তাঁর দুই ৪ ও ৮ ছক্কায় সাজানো ৩১ বলে ৭০ রানের ইনিংস, আরব সাগরে সলিল সমাধি দিলো পাঞ্জাবের জয়ের স্বপ্নকে। পাঞ্জাবের বলার মতো বোলিং কেবল রাহুল চাহারের। তাঁর বোলিং গড় ৪-১-১৩-২। যদিও দিনের শেষে শেষ হাসি শ্রেয়স আইয়ার ব্রিগেডের ঠোঁটেই। কেকেআর জিতে যায় ৬ উইকেটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct