আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে প্রথম পাঁচ বছর ক্ষমতায় থাকার সময় এলাহাবাদ, ফৈজাবাদ প্রভৃতি শহরের নাম পরিবর্তন করেছিল যোগী আদিত্যনাথ সরকার। এবার দ্বিতীয় দফায় ফের উত্তরপ্রদেশের মসনদ দখল করায় বিজেপি পুনরায় বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করতে চলেছে। এবার ফারুখাবাদ শহরের নাম পাল্টে রাখা হচ্ছে পাঞ্চাল নগর। বিজেপি সাংসদ মুকেশ রাজপুত দাবি করেন, একসময় পাঞ্চাল অঞ্চলের রাজধানী ছিল ফারখাবাদ। তিনি আরও জানিয়েছেন, সুলতানপুরকে কুশ ভবনপুর, আলিগড়কে হরিগড়, মৈনপুরীকে মায়া নগর, ফিরোজাবাদকে চন্দ্র নগর এবং মির্জাপুরকে বিন্ধ্য ধাম, বাদাউন জেলার নাম পরিবর্তন করে বেদামৌ হিসেবে পুনঃনামকরণ করার প্রস্তাব রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct