সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: শুক্রবার দুপুরে ফের কড়া নির্দেশ জারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। ইতিপূর্বে এসএসসির গ্রুপ ডি পদে ৯৮ জনের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল। ওই নিয়োগের ক্ষেত্রে কারা সুপারিশ করেছে, তা নিয়ে চরম ধোঁয়াশা রয়েছে । এদিন এই মামলায় এবার ৯৮ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এর সিঙ্গেল বেঞ্চ। নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে ওই ৯৮ জনের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।শুধু তাই নয় , এই নিয়োগের সঙ্গে যুক্ত আধিকারিকদের যাতে সিবিআই জিজ্ঞাসাবাদ করে, সেই নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট এদিন আদেশনামায় উল্লেখ করেছে, ‘সংশ্লিষ্ট স্কুল গুলিতে প্রবেশ করতে দেওয়া হবে না ওই ৯৮ জনকে’।গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বৃহস্পতিবার রাতেই সিবিআই গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা কে।এসএসসির নিয়োগ কমিটির অন্যান্য আধিকারিককে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিল হাইকোর্ট ।এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, -’ নিয়োগের সময় স্কুল শিক্ষা দফতরের তৈরি হাই পাওয়ার কমিটিতে যাঁরা ছিলেন তাঁদের এই মামলার সঙ্গে যুক্ত করতে হবে। সিবিআই তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে ‘। এই তালিকায় রয়েছেন এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, টি পাঁজা এবং এ কে সরকার। তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয়েছে। যাঁরা সিবিআই দফতরে হাজিরা দেবেন না, তাঁদের কড়া নজরে আদালত দেখবে বলে একপ্রকার হুশিয়ারি দিয়েছে আদালত। এদিন সিবিআই-এর পক্ষ থেকে একটি সিল বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে । এদিন সিবিআই-এর পক্ষ থেকে আইনজীবী ওয়াই যে দস্তুর এজলাসে জানান , -’ এসপি সিনহা কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাত আড়াইটে পর্যন্ত’।অপরদিকে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে , - ‘এসএসসি কর্তৃপক্ষ ৯৮ জনের কাউকে সুপারিশ করেনি’। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, - ‘এদের কাউকে বেতন দেওয়া হবে না। স্কুলে তাঁরা প্রবেশও করতে পারবেন না। সিবিআই যদি মনে করে এমন কাউকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে প্রশ্ন করতেই পারে। তাঁর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কোনও অসুবিধা নেই।’ জানা গেছে, সিবিআই-কে যাঁদের জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে, সেই তালিকায় থাকা এস আচার্য তত্কালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব ছিলেন । এদিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, সিবিআই এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করবে।আগামী সোমবার পুনরায় সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশিকার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল হয় কিনা সেই নিয়ে চলছে জোর চর্চা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct