ওয়ারিশ লস্কর,মগরাহাট,আপনজন: দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশন প্রধান শিক্ষক মো:জাফর বেলাল হোসাইনীর বিদায় অনুষ্ঠান। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষাজীবন অতিবাহিত হওয়ার পরে আজ চোখের জলে ভাসিয়ে বিদায় বেলা অনুষ্ঠিত হলো। আর বিদায়বেলা অনুষ্ঠানে আলোর নিশান পত্রিকার দ্বিতীয় অধ্যায়ঃ প্রকাশ করেন। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর হাত থেকে শিক্ষারত্ন সম্মাননা পান ২০১৬সালে। এই স্কুলের পিছনে তানার অবদান অনস্বীকার্য। মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল একটি হেরিটেজ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় ১৭২ বছরের ইতিহাস খুব মসৃণ ছিল না। তবুও একবিংশ শতাব্দী থেকে আজও এই বিদ্যালয় তার নিজস্বতা ঐতিহ্য বজায় রাখতে সক্ষম,এইসব শিক্ষক মন্ডলীর দ্বারা। ৩রাএপ্রিল ১৯৮৫ সালে সহকারী শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করে, ১লা এপ্রিল ২০০৮ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করে। ৩১ মার্চ ২০২২ সালে স্কুল দিয়ে বিদায় নেন তিনি। তার বিদায় বেলা তে একাধিক শিক্ষা অনুরাগী শিক্ষকমন্ডলী ছাত্র-ছাত্রীদের চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যায়।
এদিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, মগরাহাট দু’নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক শেখ আব্দুল্লাহ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ডঃ সাইদুর রহমান, মগরাহাট কলেজের অধ্যাপক ডঃ আশিস মুখোপাধ্যায়, স্কুলের সম্পাদক মোঃ সামসুদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক তাপস দেবনাথ, ব্রজেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct