সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: মুর্শিদাবাদ জেলার ডোমকলে’র সাহাদিয়াড় হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসব ও সহকারী প্রধান শিক্ষক আনসার আলী সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের স্বনামধন্য সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থাকে প্রশংসা করার পাশাপাশি আগামী দিনগুলোতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এক এম ফারহাদ তাঁর বক্তব্যে শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে শিক্ষা স্বাস্থ্যসহ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে তা অত্যন্ত সুদুরপ্রসারী এবং পরিকল্পিত বলে তিনি জানান। মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি বিদায় সহকারি প্রধান শিক্ষক আনসার সাহেবকে একনিষ্ঠ শিক্ষাপ্রেমী, দক্ষ সংগঠক হিসেবে উল্লেখ করে বলেন, মুর্শিদাবাদ জেলা কমিটির অন্যতম মাদ্রাসা শিক্ষক নেতৃত্ব হিসাবে আনসার সাহেবের কর্মক্রিয়াকে সাধুবাদ জানান। দীর্ঘায়ু জীবন কামনা করেন ফারহাদ।অন্যান্য বিশিষ্টজনের মধ্যে ছিলেন জে লা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল, সহকারি পরিদর্শক মামুন হায়দার,অবর বিদ্যালয় পরিদর্শক সুরজিৎ পাল, শিক্ষক নূরে খোদা, স্থানীয় প্রধান রাখি বিশ্বাস, মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কাউয়ুম,বর্তমান প্রধান শিক্ষক সামাউন আনসারী, শিক্ষক আমিরুল ইসলাম,রাকিবুল আলম, বিশিষ্ট শিক্ষক ও সংগঠক শ্রী দেবতোষ বিশ্বাস,রাফিনা ইয়াসমিন, মামুন আলবিরুনি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct