সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: বীরভূম জেলার লোকপুর থানার নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় নাকড়াকোন্দা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট । উল্লেখ্য খেলাটি গত ২০১৮ সালে প্রথম সূচনা হলেও করোনা অতিমারীর জন্য ক্রিকেট টুর্নামেন্ট টি বন্ধ হয়ে যায়।তাই এই বছর খেলার ঘোষণা হতেই গ্রামে যুব সমাজের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই টুর্নামেন্টের বিশেষত্ব, খেলায় শুধু মাত্র নাকড়াকোন্দা গ্রামের সমস্ত ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে মোট আটটি টিম গঠিত হয় এবং তাঁদের মধ্যে লীগ পর্যায়ের খেলা হয়।এই টিমগুলিকে আবার বিভিন্ন স্পনসররা ক্রয় করে আইপিএল খেলার ধাঁচে। স্পনসর দের মধ্যে গ্রামেরই বেশ কিছু সমাজসেবী ব্যাক্তি যুক্ত ছিলেন। এই এনপিএল (নাকড়াকোন্দা প্রিমিয়ার লীগ) করার মূল উদ্দেশ্য গ্রামের যুবসমাজকে খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি করানো এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি তারা যেন নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। কারণ অনলাইন গেম খেলে অনেকেই মোবাইল মুখী হয়ে ভবিষ্যৎ জীবন দুর্বিসহ করে তুলেছে।তাই ক্রিকেট টুর্নামেন্ট এর প্রচলনে শুধু এই গ্রাম ই নয় সমস্ত ভারতবর্ষের যুব সমাজ যাতে অনলাইন গেম ত্যাগ করে শশরীরে মাঠে গিয়ে খেলাধুলা চর্চার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলে সেটাই আমাদের মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তাদের মধ্যে শ্রীমন্ত মুখার্জী। উপস্থিত ছিলেন স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ সুদীপ্ত বিশ্বাস, ডাঃ বিপ্লব বিশ্বাস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct