বাবলু প্রামাণিক,কুলপি,আপনজন: দক্ষিণ ২৪পরগনার কুলপি ব্লকের করিঞ্জলি ব্রজকিশোর বিদ্যানিকেতন মাঠে আয়োজন করা হল তিনদিন ধরে লোক সংস্কৃতি উৎসব যেখানে থাকছে, ছৌ নিত্য, টুসু, যাত্রা থেকে শুরু করে একাধিক সংস্কৃতির অঙ্গ। মূলত বর্তমান দিনে এই সমস্ত লোকসংস্কৃতি একটু একটু করে হারিয়ে যাচ্ছিল আমাদের সমাজ থেকে আর সেই কথা মাথায় রেখেই মাননীয়ার উদ্যোগে এবারের বাংলার সংস্কৃতিকে আরো একবার বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্বুদ্ধ করা হচ্ছে সেই সমস্ত শিল্পীদের । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পিউল্কা নাথান, উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা সহ তথ্য-সংস্কৃতি দপ্তরের বিভিন্ন আধিকারিকর। মূলত এই ধরনের মেলার মাধ্যমে একদিকে যেমন বাংলার বৃহৎ সংখ্যক মানুষের সামনে এই লোকসংস্কৃতির ভাবধারা তুলে ধরা যাবে। ঠিক তেমনই শিল্পীকে উদ্বুদ্ধ করবে আগামীদিনে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct