সুকমল দালাল,শান্তিনিকেতন,আপনজন: সদ্য প্রয়াত বিশ্বভারতীর বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে বুধবার স্মরণসভা অনুষ্ঠিত হল বিশ্বভারতী বাংলা বিভাগে। এদিন তাঁর স্মরণে অধ্যাপক সহ প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী ও গবেষকরা শ্রদ্ধা জানান। তাঁর স্মৃতিচারণা করেন দুই অধ্যাপক তথা তাঁর সরাসরি ছাত্র অধ্যাপক অমল পাল ও অধ্যপক অতনু শাশমল। এছাড়াও সেই সময়ের তাঁর সহকর্মী প্রাক্তন অধ্যাপিকা যূথিকা বসু। বিশিষ্ট রবীন্দ্র গবেষকের সাহিত্যের সঙ্গে চিত্রকলা ও গণতান্ত্রিক লেখক সঙ্ঘের কথা তুলে ধরেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহা। তাঁর স্মৃতিতে সংগীত পরিবেশন করেন অধ্যাপক অভ্র বসু সহ বিভাগের ছাত্রীরা। তাঁর সৃষ্টিশীলতার নানা দিক নিয়ে বলেন অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়। সংগীত ভবনের সঙ্গে তাঁর একটি যোগ ছিল, এদিন উপস্থিত ছিলেন সংগীত ভবনের অধ্যাপিকা ইন্দ্রানী মুখোপাধ্যায়। একদিকে রবীন্দ্র চর্চা অন্যদিকে তাঁর আগ্রহের বিষয় ছিল শিল্পকলা। রবীন্দ্রনাথের চিত্রবলীর উপর তাঁর অনেক বই রয়েছে। এমনকি প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজের কাজকর্ম নিয়ে লেখা তাঁর একাধিক গবেষণামূলক রচনার কথা জানা যায়। তাঁর রচিত গ্রন্থের মধ্যে ‘বাংলার বাউল কাব্যদর্শন’, ‘রবীন্দ্র চিত্রকলা: রবীন্দ্র সাহিত্যের পটভূমিকা’, শিল্পী রামকিঙ্কর: আলাপচারি’, ‘‘মাই ডেজ উইথ রামকিঙ্কর বেজ’ উল্লেখযোগ্য। তাঁর একাধিক গ্রন্থ জাপানি ভাষাতেও অনুদিত হয়েছে। তিনি জাপান সরকারের কাছ থেকে পুরষ্কৃত হয়েছেন। আরও অনেক সম্মানে সংবর্ধিত হয়েছেন তিনি। জানা যায়, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন জীবনে মহাত্মা গান্ধী, নন্দলাল বসু, সত্যজিৎ রায়, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায়ের মতো বহু পন্ডিত মানুষের সান্নিধ্য লাভ করেছেন। এই প্রবীণ আশ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র শান্তিনিকেতনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct