কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং,আপনজন: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের ক্যানিং-হেড়োভাঙ্গা রোডের ইটখোলা-সতেরোবিঘা এলাকায় বিক্ষোভ অবরোধ করেন এলাকাবাসীরা।পানীয় জলের দাবীতে রাস্তায় ডাবর কলসি ও হারি নিয়ে বসে অবরোধ বিক্ষোভে সামিল হলেন শতাধিক এলাকার গৃহবধূরা। অবরুদ্ধ হয়ে পড়ে ক্যানিং-হেড়োভাঙ্গা রোড। স্তব্দ্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় নিত্যযাত্রী থেকে সাধারণ গাড়িচালকণরা।
আর এই খবর পেয়ে ক্যানিং মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারী তনুশ্রী মন্ডল সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজীর হয়। ক্যানিং মহিলা থানার আধিকারীক তনুশ্রী মন্ডল উত্তেজিত গ্রামবাসীদের পানীয়জলের সমস্যার ব্যাপারে আশ্বস্থ করে অবরোধ তুলতে সক্ষম হয়।এলাকার বাসিন্দাদের অভিযোগ নলবাহিত পানীয় জল পাওয়া যাচ্ছিল। ফলে সমস্যা ছিল না।গত কয়েকদিন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।পানীয় জলের সমস্য প্রকট হওয়ায় দুর্ভোগ পোহাতে হয় এলাকার বাসিন্দাদের।যার ফলে আচমকা মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গ্রামের গৃহবধুরা একত্রিত হয়ে বিক্ষোভ করে রাস্তা অবরোধ করে।ক্যানিং-হেড়োভাঙ্গা রোডের ইটখোলা-সতেরোবিঘা এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct