আজিম সেখ,বগটুই,সেখ রিয়াজুদ্দিন,রামপুরহাট,আপনজন: ভাদু শেখ খুনের অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় । তাদের মধ্যে আজ ধরা পড়েছে শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মালদা, ঝাড়গ্রাম এবং রামপুরহাট থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। ভাদু শেখ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। গত ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে আড্ডা দিচ্ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। ঠিক সেই সময় পিছন থেকে বোমা মেরে খুন করা হয় তাঁকে । তার মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম ৷ ওই রাতেই বগটুই গ্রামের ৮-১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরের দিন একটি বাড়ি থেকেই সাতজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট দমকল বাহিনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিট গঠন হয়ে তড়িঘড়ি তদন্ত আরম্ভ হয়। কিন্তু তিন দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার ধৃতদের রামপুরহাট মহ্কুমা আদালতে তোলা হলে পুলিশ রিমান্ডের রাখার নির্দেশ দেন আদালত ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct