সম্প্রীতি মোল্লা, আসানসোল, আপনজন: আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে। তার আগেই আসানসোল পুলিশ কমিশনারেট বেআইনী অস্ত্র উদ্ধারে রীতিমতো দাপট দেখালো।সালানপুর জামুড়িয়া ও কুলটি থানা এলাকা থেকে তিন দুস্কৃতী ধৃত। উদ্ধার হয়েছে ৩ টি পাইপগান, ৭ রাউন্ড কার্তুজ । আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে আসানসোল জুড়ে পুলিশের নজরদারি ও অভিযান চলছে। পাইপগান ও গুলি-সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। লোয়ার কেশিয়ার পিছনে ছাতিম বাগানে বাইক-সহ ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ ।অপরদিকে , জামুড়িয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৫ রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল এক যুবককে। ধৃতের নাম মহম্মদ সাজ্জাদ ওরফ রাজা। জামুড়িয়া থানার পুলিশ গত মঙ্গলবার রাতে বিশেষ নজরদারি ও তল্লাশি চালাচ্ছিল। সেই সময় সন্দেহ জনকভাবে এক যুবককে জামুড়িয়া বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৫ রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। গত বুধবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হলে ভারপ্রাপ্ত বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।একইভাবে কুলটি বরাকর ফাঁড়ি এলাকায় এক দুস্কৃতীকে গ্রেফতার করে। একটি রাউন্ড গুলি একটি পাইপগান উদ্ধার করে। ধৃতের নাম সত্যজিত ঘটক। ডিসেরগড় রোডের ভাঙাপুলের কাছে তাঁকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য চলছে নাকা চেকিং। ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় গুলিতে নাকা চেকিংয়ের সময় বেশ কয়েকটি ঘটনায় বিপুল টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তারই মধ্যে বিভিন্ন অভিযানে তিন যুবককে গ্রেফতার করে সালানপুর, জামুড়িয়া ও কুলটি থানার পুলিশ।এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct