আপনজন ডেস্ক: আসন্ন রমজান মাসের প্রস্তুতি উপলক্ষে পবিত্র কাবা ঘরের গিলাফের মৌসুমি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববি পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে পবিত্র কাবার গিলাফেল সৌন্দর্য সংরক্ষণেল কাজ শেষ হয়। কাবার গিলাফ রক্ষণাবেক্ষণ বিভাগের পরিচালক ফাহাদ বিন হাদিদ আল জাবেরি জানান, পবিত্র কাবাঘরের গিলাফ রক্ষণাবেক্ষণের কাজ নির্দিষ্ট সময়ে পুরো বছর চলতে থাকে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্মকর্তারা একাজ সুচারুভাবে একাজ করে থাকেন। প্রযুক্তিবিদ, স্বাস্থ্যবিশেষজ্ঞ ও উন্নত মানের মনিটর ব্যবস্থার মাধ্যমে কাবার গিলাফ রক্ষণাবেক্ষণ কাজ করা হয়। পবিত্র কাবাঘর রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হলি কাবা, এক্সিবিশনস এন্ড মিউজিয়াম পরিচ্ছন্ন অভিযানের তত্ত্বাবধান করে থাকে। রমজান উপলক্ষে কাবার গিলাফের কাপড় একদিক থেকে ঢিলাঢেলা ও অন্যদিক থেকে টাইট করার মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। এছাড়া শাতারওয়ানে সোনার আংটির নিচে মসৃন কালো কাপড় স্থাপন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct