আপনজন ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় আরবি বিষয়ে সংরক্ষিত আসন গুলিতে উপযুক্ত কর্মপ্রার্থী না থাকায় ওই সংরক্ষিত আসনগুলি বিধি অনুযায়ী অসংরক্ষিত আসনে রূপান্তর করার দাবিতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর সিদ্ধার্থ মজুমদারকে স্মারকলিপি দিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন রাজ্যের স্কুলগুলিতে আরবি বিষয়ের বহু আসন প্রায় এক দশক ধরে এসসি, এসটি, ওবিসি-বি ও বিশেষ চাহিদা সম্পন্ন (পিএইচ) কর্মপ্রার্থীদের জন্য সংরক্ষিত আসন হিসেবে বরাদ্দ হয়ে আছে। কিন্তু উপযুক্ত কর্মপ্রার্থী না পাওয়ায় ওই সংরক্ষিত আসন গুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। ফলে স্কুলগুলিতে শিক্ষার্থীদের আরবি ভাষার পাঠ গ্রহণ ব্যাহত হচ্ছে। পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ চাকরিপ্রার্থী বা কর্মপ্রার্থীদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। Direct Recruitment Rules Dereserve বিধি অনুযায়ী (No-36020/2/2007EstRes) Dated7th December 2009, চলতি নিয়োগ প্রক্রিয়ায় ওই সংরক্ষিত আসন গুলি সাধারণ অসংরক্ষিত আসনে রূপান্তর করার একান্ত আবেদন জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct