রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: দিনের পর দিন অস্বাভাবিকভাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামলো তৃণমূল কংগ্রেস।মঙ্গলবার বিকেলে সুতির অরঙ্গাবাদে তৃণমূল কংগ্রেসের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সুতির নিউবাজিৎপুর হয়ে অরঙ্গাবাদ বাজার পরিক্রমা করে।উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রুবিয়া সুলতানা, তৃণমূলের ব্লক সভাপতি লতিফুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিবি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবিলম্বে মূল্যবৃদ্ধিতে রাশ না টানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃবৃন্দ। বিক্ষোব সমাবেশ শেষে সুতি বিধানসভার বিধায়ক ঈমানী বিস্বাস জানান, কেন্দ্রের বিজেপি সরকার প্রতিদিন পেট্রোল ডিজেল সহ বিভিন্ন সামগ্রীর দাম বাড়িয়েই চলেছে। ফলে সাধারণ মানুষ এর কার্যত নাভিশ্বাস অবস্থা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পথে নেমেছি। এদিন তিনি আগামীদিনে আরো বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct