সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ,বীরভূম,আপনজন: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ রা এপ্রিল।পরীক্ষা প্রস্তুতি নেওয়ার দিন ঘনিয়ে আসার মুহুর্তে তথা দিন কয়েক আগেই গ্রামে নেমে আসে খুন, পাল্টা খুন, বোমা গুলি, অগ্নিসংযোগ, জীবন্ত পুড়িয়ে মারা থেকে মৃত্যুর মিছিল। এসমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে অন্যত্র আত্মীয়ের বাড়িতে আশ্রয় গ্রহণ। বিভীষিকা সেই কালো দিনের ঘটনায় সমগ্র গ্রাম আতঙ্কিত হয়ে ভেঙে পড়ে,স্থান রামপুরহাট এক নম্বর ব্লকের অভিশপ্ত বগটুই গ্রাম।গ্রামে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ, চিকিৎসা তথা মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে অগ্রনী ভূমিকা লক্ষনীয়। আগামী ২ রা এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই অন্যান্য সহযোগিতার পাশাপাশি বগটুই গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে সরাসরি তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন জেলা শাসক বিধান রায়। সেই সঙ্গে ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপান্বিতা বর্মন সহ অন্যান্য আধিকারিকগন। পরীক্ষা যেন নির্বিঘ্নে, নিশ্চিত ভাবে দিতে কোন ভয়ভীতি ছাড়া তার জন্য জেলা শাসক সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে পরীক্ষার্থীদের সাথে সাথে গ্রামবাসীদের আশ্বস্ত করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct