সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: মঙ্গলবার ব্যক্তিগত কারণে দিল্লির ইডিতে জেরাতে যাননি ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এরেই মধ্যে ইডির তরফে এই সাংসদের স্ত্রী ও শ্যালিকা কে দিল্লির অফিসে জেরা করার জন্য তলব করলো তারা। অতি সম্প্রতি ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ম্যারাথন জেরার মুখে পড়েছিলেন তিনি। এর পর ফের চলতি সপ্তাহের মঙ্গলবার তাঁকে ডেকেছিল ইডি।তবে ব্যক্তিগত কারণে এদিন দিল্লি যেতে পারেননি অভিষেক। তা ইমেল মারফত তা জানিয়েও দিয়েছিলেন ইডিকে। এদিকে চলতি সপ্তাহেই অভিষেক স্ত্রী ও শ্যালিকাকে ডেকে পাঠিয়েছে ইডি।এদিন দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকের। তবে তিনি যেতে পারেননি। আজ অর্থাৎ বুধবার সকালে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। আবার আগামীকাল অর্থাত্ বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকেও তলব করেছে ইডি বলে জানা গেছে । তাঁরা হাজিরা দেবেন কি না? তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য,গত সপ্তাহেও রুজিরাকেও তলব করেছিল ইডি। সেই সময়ও তিনি হাজিরা দিতে পারেননি।সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি চেয়ে পিটিশন দাখিল করে ছিলেন, তবে তা খারিজ করে থাকে সুপ্রিম কোর্ট। গত ২১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে সাত ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় ইডির দিল্লি দপ্তরে । কয়লা পাচার কাণ্ডে তাঁকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেদিন জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ কয়লা ও গরু পাচার কাণ্ডের দায় চাপান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর। এরপরও ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে প্রকাশ , জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব প্রশ্নের উত্তর দেননি, তাই ফের তলব করা হয়েছে।ইতিপূর্বে অভিষেক জানিয়েছিলেন, -’ আমাদের ছোট দু’টি সন্তান রয়েছে। তাঁদের বাড়িতে রেখে বারবার দিল্লি আসা স্ত্রীর সম্ভব হচ্ছে না। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে’। আজ অর্থাৎ বুধবার তিনি ইডির দপ্তরে হাজিরা দেন কি না? সেটাই এখন দেখার।গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরের দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এখন দেখার পুনরায় ইডির সমন কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct