সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপিল মামলা উঠে। এই মামলার দুর্নীতি নিয়ে এবার কঠোর অবস্থান নিলো কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার সম্পত্তির হিসাব জানতে চেয়েছিল আদালত।এদিন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে এই নির্দেশ জারি করা হয়েছিল। এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন শান্তিপ্রসাদ সিনহা। তবে এবার সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। তাই সম্পত্তির হিসেব দিতেই হবে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে।
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে একের পর এক মামলা দাখিল হয়েছে ।শিক্ষক নিয়োগে নজরদারি করতে ২০১৯ সালের একটি কমিটি গঠন করেছিল এসএসসি। যার উপদেষ্টা হয়েছিলেন শান্তিপ্রসাদ সিনহা। তাঁর তত্ত্বাবধানে চাকরিপ্রার্থীদের নাম মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশ করা হতো। তবে অভিযোগ উঠে, মেধাতালিকায় স্থান অনেক পেছনে আছে, কিংবা মেধাতালিকায় নামই নেই, এই ধরনের কিছু প্রার্থীকেও টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে।এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকুরিপ্রার্থীদের একাংশ ৎ। সম্প্রতি বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ শান্তিপ্রসাদ সিনহার সম্পত্তির তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেয়। জানা গেছে, শান্তিপ্রসাদ সিনহার বয়ানে প্রচুর অসঙ্গতি পাওয়া গেছে। তাই এই নির্দেশ। এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শান্তিপ্রসাদ সিনহা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। তবে মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়েছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে। যে কারণে এবার সম্পত্তির হিসেব পেস করতেই হবে শান্তিপ্রসাদ সিনহাকে। এখন দেখার শান্তিবাবু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কিনা?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct