আপনজন ডেস্ক: একটা মহাযজ্ঞ! সেই ২০১৯ সালের ৬ জুন শুরু হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব। এশিয়ান অঞ্চলের দুই পুঁচকে দল মঙ্গোলিয়া ও ব্রুনেই দারুসসালামের ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ানো বাছাইপর্ব প্রায় তিন বছর আর হাজারো ম্যাচের পরও এখনো শেষ হয়নি। তবে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাবে ৩২টি দল, এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ২০ দলের। আরও ১২টি দল জায়গা করে নেওয়ার অপেক্ষায়। উত্তর আমেরিকা থেকে কানাডা ৩৬ বছর পর উঠলেও বিস্ময় জাগিয়ে ইউরোপের বাছাইপর্ব থেকে বাদ পড়ে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ফ্রান্সের মতো দলগুলোর বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে। ইতালি বাদ পড়ায় পর্তুগালের এখন শুধু মেসিডোনিয়ার বাধা পার করলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে। এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন গতরাতে হওয়া ম্যাচটির ভাগ্য। মানের সেনেগাল বনাম সালাহর মিসরের লড়াইও রোমাঞ্চ জাগাচ্ছে।
আর দুই দিন বাকি থাকা এই মার্চ মাস শেষ হতে হতেই আরও নয়টি দলের জায়গা পাকা হয়ে যাবে। বাকি থাকবে তিনটি দল। আন্তমহাদেশীয় প্লে-অফ আর স্থগিত হয়ে থাকা উয়েফার ম্যাচ থেকে সেই তিন দল নিশ্চিত হবে জুনে। তবে তার আগে আগামী ১ এপ্রিলই হয়ে যাবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। আগামী শুক্রবার কাতারের দোহায় বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct