মহামেডান -২ (ফায়সাল, মার্কাস)। ট্রাউ এফসি-১ (ফেরানান্দো)।
মোস্তাফিজুর রহমান,নৈহাটি,আপনজন: দিনের প্রথম ম্যাচে গোকুলাম কেরালা পয়েন্ট হারানোয়, এগিয়ে যাওয়ার সুবর্ন সুযোগ ছিল মহামেডানের সামনে। সেই সুযোগটা দারুন ভাবে কাজে লাগালেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। তবে, সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল অন্যরকম। প্রথমার্ধের ৩৩ মিনিটে মহামেডান বক্সের বাইরে ফ্রিকিক পায় ট্রাউ। দুর্ধর্ষ শটে ডানমাউইয়া’কে পরাস্ত করেন ব্রাজিলীয় ফেরনান্দো (০-১)।যদিও প্রথমার্ধেই সমতা ফেরায় মহামেডান স্পোর্টিং। মাঝমাঠ থেকে নিকোলা’র গোলের ঠিকানা লেখা পাসে (১-১) করেন ফায়সাল আলি। প্রথমার্ধ অমিমাংসিত ভাবে শেষ হলেও,দ্বিতীয়ার্ধে বিপক্ষের উপর প্রবল চাপ সৃষ্টি করে মার্কাস,ফাইয়াজরা। ফলস্বরূপ ম্যাচের ৬৯ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় কলকাতার অন্যতম প্রধান দলটি।ফাইয়াজের শট আংশিক প্রতিহত করেন ট্রাউ গোলকিপার। বল হাত থেকে বেরোতোই ওঁৎ পাতা শিকারির মতো ঝাঁপিয়ে পড়েন সেই দশ নম্বর জার্সিধারী ‘মিস্টার পারফেক্ট টেন’ তথা মার্কাস জোসেফ(২-১)।এবারের লিগে দশটি গোলও আজ তাঁর হয়ে গেলো। যদিও গোল সংখ্যা বাড়তে পারতো কিছুক্ষণ আগেই। দ্বিতীয় গোলের সামান্য পূর্বেই উইং থেকে ভেসে আসা বলের নাগাল না পেয়ে, গোল করতে উদ্যত ফাইয়াজ’কে জড়িয়ে ধরে ফেলে দেন ট্রাউ কিপার। কিন্তু, আশ্চর্যজনক ভাবে রেফারি এড়িয়ে গেলে পেনাল্টি থেকে বঞ্চিত হয় মহামেডান। কিন্তু, তাতেও মহামেডানের জয় আটকায়নি। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট লিগ শীর্ষে মহামেডান,আর ১০ দশ গোল করে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে শীর্ষে মার্কাস জোসেফ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct