সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: সমগ্র শিক্ষা মিশন, মুর্শিদাবাদ এর তত্ত্বাবধানে এবং সারগাছি চক্রের অন্তর্গত দেবপুর হাইস্কুল ও মানিকনগর হাইস্কুল এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল স্কুল ট্যুইনিং প্রোগ্রাম। গত ২৮শে মার্চ মানিকনগর হাইস্কুল প্রাঙ্গণে দুই স্কুলের ছাত্র ছাত্রীদের যৌথ অংশ গ্রহণে এই স্কুল ট্যুইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আবৃত্তি, অঙ্কন, গান, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি খুবই আকর্ষণীয় ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ ভাবে লক্ষ্যণীয়। করোনা সংক্রমণের আবহে একটা দীর্ঘ সময় বিদ্যালয় গুলো বন্ধ ছিল। বন্ধ ছিল পঠনপাঠন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও। ধীরে ধীরে বিদ্যালয় গুলি তার স্বাভাবিক ছন্দে আবার ফিরে এসেছে। উপস্থিত অতিথিবৃন্দ সমগ্র শিক্ষা মিশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীতার উপর আলোকপাত করেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকনগর হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী তাপস কুমার মন্ডল, সারগাছি চক্রের শিক্ষাবন্ধু মোহাম্মদ নুরুল আলম, অজয় মন্ডল, মানিকনগর হাইস্কুল পরিচালন কমিটির সভাপতি শ্রী দিবাকর মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সন্চালনা করেন মানিকনগর হাইস্কুলের শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct