আপনজন ডেস্ক: অ্যান্টার্কটিকার ভূমন্ডলে বিশ্ব উষ্ণায়নের মারাত্মক প্রভাব পড়েছে। ভাঙতে শুরু করেছে বরফের চাঁই। বিজ্ঞানীরা বলছেন, পূর্ব অ্যান্টার্কটিকার একটি বরফের চাঁই এই মাসে চরম উত্তাপের জেরে ভেঙে পড়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে , ১২০০ বর্গ কিমি জায়গা জুড়ে বিস্তৃত কনগার আইস শেল্ফটি ১৫ মার্চ বা তার আশেপাশে সম্পূর্ণভাবে ধসে পড়েছে৷ নাসা আর্থ এবং প্ল্যানেটারি সায়েন্টিস্ট ক্যাথরিন কোলেলো ওয়াকার বলছেন, সম্ভবত তাপ তরঙ্গ এই বরফের চাঁই- এর টিপিং পয়েন্টে আঘাত করেছে।
এর জেরে সমুদ্রের জলস্তর বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হিমবিজ্ঞানী পিটার নেফ বলেছেন, পূর্ব অ্যান্টার্কটিকার কিছু অংশে বছরের এই সময়ে যে তাপমাত্রা থাকে তার থেকে এখন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি বেশি। যার জেরে বিস্তৃত অংশে জলীয় বাস্প তৈরি হয়েছে। হিমবিজ্ঞানী নেফ বলছেন, যতটা ভাবা হয়েছিল তার থেকে অনেকবেশি প্রায় দিগুণ তাপমাত্রা বেড়েছে অ্যান্টার্কটিকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct