সেক আনোয়ার হোসেন,হলদিয়া,আপনজন: হলদিয়ার প্রত্যন্ত গ্রামের ছেলে বাজিতপুরে বাড়ি রণজিৎ এর। একাধারে ছাত্র বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের হিস্ট্রি অনার্সে পাঠরত ও অন্যদিকে ছবি আঁকায় পারদর্শী এককথায় বহুমুখী প্রতিভার সম্পূর্ণ ছেলে রণজিৎ । সেই সুবাদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে রণজিৎতের নাম নথিভুক্ত হয়েছে । আঁকা আঁকির পাশাপাশি বাঁশি বাজায় সুর মিলিয়ে এবং স্টুডেন্টদের নিয়ে একটি সংস্থা গঠন করে ২০১৯ সালে যার নামকরণ করে আলোক চেতনা পরিবার। এই সংস্থার কর্ণধার ও সভাপতি হিসেবে কর্মরত রণজিৎ। ছোট থেকেই অসহায় ও দরিদ্র মানুষদের সাথে ও পাশে থেকে কাটিয়েছে বেশ কয়েকটি বছর ।
দুস্থ ছাত্র-ছাত্রীদের যেকোনো সমস্যা হলেই ছুটে যায়, তাছাড়াও প্রতিবছর ৫০ থেকে ১০০ জন দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেয় বই, খাতা, পেন, পেন্সিল ও শিক্ষা সামগ্রী, গত বছর লকডাউন ও ইয়াস ঝড়ের পরিস্থিতিতে রণজিৎ তার স্বেচ্ছাসেবী সংগঠন কে নিয়ে কুকড়াহাটি ও বেশ কিছু এলাকা জুড়ে চাল, ডাল, সোয়াবিন, মাক্স, স্যানিটাইজার, ন্যাপকিন, ওষুধ ও শিশুদের খাওয়ার তুলে উন্নয়নমূলক কাজে সারা বছর ধরে কাজ করে চলেছে রণজিৎ এবং তার স্টুডেন্টদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন। রনজিতের বাবা ও মা জানান ছেলের এমন সাফল্যের জন্য পরিবার আনন্দিত। এছাড়া তারা বাবা রবীন্দ্রনাথ সিংহ বলেন তাদের ছেলে পড়াশোনার পাশাপাশি সমাজ কল্যাণ মূলক কাজে আমরা যথা সম্ভব সহযোগিতা করি, আমরা চাই রণজিৎ আরো এগিয়ে যাক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct