মোল্লা মুয়াজ ইসলাম,খণ্ডঘোষ,আপনজন: পূর্ব বর্ধমানের সরকারি প্রকল্পে অনেক বিষিয়ে প্রথম হয়েছে খণ্ডঘোষ ব্লক । প্রথম হওয়ার মুল কারিগর বিডিও সত্যজিৎ কুমার । সেরার অনেক স্বীকৃতি তিনি পেয়েছেন । এবার ১৯ জন নতুন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের প্রশিক্ষণ দিলেন খণ্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার। এই প্রশিক্ষণের ডাক পাওয়া ব্লকের পক্ষে গর্বের মনে করছেন খণ্ডঘোষের বিশিষ্টরা ।
রাজ্যের সর্ব বৃহৎ সরকারি ট্রেনিং ইনস্টিটিউট নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ২০১৯ এর ব্যাচের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের একদিনের প্রশিক্ষণ দেওয়ার জন্য গত ২৫ শে মার্চ ডাকা হয় খন্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার ও বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদারকে। উল্লেখ্য ব্লক লেভেলে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমস্যার সমাধান এবং নির্দিষ্ট সময়ে সমস্ত সরকারি প্রকল্প জনসাধারণের কাছে পৌঁছে দিতে হয় সেই বিষয়েই এই বিশেষ প্রশিক্ষণ বলে জানিয়েছেন বিডিও সত্যজিৎ কুমার। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামলে জেলায় প্রথম হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ সত্যজিৎ কুমার ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct