সঞ্জীব মল্লিক, বাঁকুড়া,আপনজন: রাস্তায় নেমে বন সমর্থনকারীরা বন্ধ করল এরপর এক দোকান। ধর্মঘটের প্রথম দিনে এই ছবি দেখা গেল বাঁকুড়ার মেজিয়া বাজারে। অন্যান্য দিনের মতো এদিন সকালে মেজিয়া বাজারের বেশ কয়েকটি দোকান খোলেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে মিছিল করার সময় ধর্মঘটীরা সেই খোলা দোকান গুলির সামনে গিয়ে ব্যবসায়ীদের ইচ্ছার বিরুদ্ধে তাঁদের দোকান বন্ধ করে দেয় বলে অভিযোগ। পাশাপাশি মেজিয়া হাই স্কুল মোড়ের কাছে ধর্মঘটীরা এদিনের বন্ধের সমর্থনে বেশ কিছুক্ষণ রানীগঞ্জ বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে। জোর করে দোকান বনধের ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ধর্মঘটীদের দাবি জোর করে কোনো দোকান বন্ধ করা হয়নি। তাঁদের মিছিল দেখেই স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করেছেন। তৃণমূলের দাবি জোর করে চেষ্টা করলে সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct