নায়ীমুল হক, কলকাতা: আজ সোমবার সন্ধ্যায় এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে এক আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ আলাপচারিতার আয়োজন করেছে অনুসন্ধান কলকাতা। "মাধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিকে আরো একবার নাও দৃঢ় সংকল্প" শীর্ষক অনলাইন আলাপচারিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। মূলত পড়াশুনার গতিপ্রকৃতি কোন পথে প্রবাহিত হলে ছাত্র-ছাত্রীদের দক্ষতার উন্মেষ সর্বাধিক হতে পারে, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই অনুষ্ঠানে। এদিনেরা আলাপচারিতায় অংশ নেবেন বিভিন্ন পেশার স্বনামধন্য গুণীজনেরা আর উপস্থিত থাকবেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ।
অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল জানালেন মাধ্যমিক পরীক্ষার পর ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন বিষয় তাদের প্রিয়, উচ্চ-মাধ্যমিকে তারা কোন কোন বিষয় নিয়ে পড়ার পরিকল্পনা করছে, পেশা হিসেবে কোনটি তাদের কাছে বিশেষ আগ্রহের ইত্যাদি। বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রীরা এ বিষয়ে তাদের মূল্যবান মতামত জানিয়েছে। এই মতামতের ভিত্তিতে এদিনের অনুষ্ঠানে কথা বলবেন অভিজ্ঞ বিশ্লেষকগণ। মনে করা হচ্ছে, এই বিশ্লেষণ থেকে অনেকটাই দিগদর্শন পাবে ছাত্র-ছাত্রীমহল। অনুসন্ধান কলকাতার অন্যতম কর্মকর্তা বিশিষ্ট শিক্ষিকা শর্মিষ্ঠা শীল জানিয়েছেন, এদিনের আলাপচারিতায় অংশ নেবেন বিশিষ্ট পরিসংখ্যানবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র, বিশিষ্ট মনোবিদ অধ্যাপক গৌতম বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষা প্রশাসক ডঃ অমলেন্দু বসু, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা দিপশ্রী দাস সরকার, বিশিষ্ট উদ্যোগপতি শেখ জসিম উদ্দিন মন্ডল, বিশিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত ভট্টাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আলী আহসান। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ড. কমল কৃষ্ণ দাস, সাহাবুল ইসলাম গাজী এবং গৌরাঙ্গ সরখেল।
ছাত্র-ছাত্রীদের জন্য আগামীদিনের পড়াশোনা এবং ভবিষ্যতের পেশা নির্বাচনে এই অনুষ্ঠান অত্যন্ত উপযোগী হবে, তাই কোনোভাবেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে যেন ভুল না হয়, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের কাছেে সেই আবেদন জানিয়েছেন অনুসন্ধান কলকাতার কোষাধ্যক্ষ আখের আলী সরদার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct