জিয়াউল হক,চুঁচুড়া,আপনজন: সামনে রমজান মাস, নেই কলে পানীয় জল চিন্তিত এলাকাবাসী , লাইন নিতে কাড়ি টাকা খরচ, তবুও নেই জল, রমজানের আগে নাভিশ্বাস ইমামবাড়া মহলবাসী। কেউ ১৫, কেউ ২০, আবার কেউ ২৫হাজার টাকা খরচ করে পানীয় জলের লাইন নিয়েছেন। তবে কারোর কাছেই পুরসভার রসিদ নেই। টাকা খরচের পর বাড়িতে কল এলেও সেই কল থেকে জল পরে না বললেই চলে। ফলে রমজান মাসের প্রাক্কালে মহাসমস্যায় হুগলীর ঐতিহাসিক ইমামবাড়া সংলগ্ন এলাকার বাসিন্দারা। ইমামবাড়া মহল নামক ঐ এলাকায় বেশীরভাগ মুসলীম সম্প্রদায়ের মানুষের বাস। বিগত প্রায় মাসখানেক ধরে ঐ এলাকায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। হুগলী-চুঁচুড়া পৌরসভা সকাল ৫টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টানা ১১ঘন্টা জল পরিষেবা দিলেও ওই এলাকার কল থেকে দিনে ফোঁটা-ফোঁটা আকারে মাত্র ঘন্টা দু’য়েক জল পড়ে। ফলে রমজান মাসের আগে চরম দুঃশ্চিন্তায় এলাকাবাসীরা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কিছু বলতে না চাইলেও হুগলী-চুঁচুড়া পৌরসভার জল দপ্তরের কর্মাধ্যক্ষ দিব্যেন্দু অধিকারী বলেন, ওই এলাকার কাউন্সিলর বিষয়টি তাঁকে জানিয়েছেন। ২ এপ্রিলের মধ্যে ওই এলাকায় জলের সমস্যা মিটে যাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। অতিরিক্ত টাকা নিয়ে নতুন জলের লাইন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct