নিজস্ব প্রতিবেদক,কলকাতা,আপনজন: গত ২১ শে মার্চ রামপুরহাটের বগটুই জঘন্য হত্যাযজ্ঞ সংগঠিত। ৮ জনকে জলন্ত অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং এই জঘন্য ঘটনার সঙ্গে যুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে কলকাতা সিভিল সোসাইটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় আই.সি.সি.আর হলে। সাংবাদিক বৈঠকে রামপুরহাট কাণ্ডের বিষয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মহাশয়। তিনি এই জঘন্য হত্যাকান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ঘটনা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে ঘরছাড়া মানুষদের ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের যথোপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। সাংবাদিক বৈঠকে আরও বক্তব্য রাখেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব, রামকৃষ্ণ মিশনের ড: পরমানন্দ গিরি মহারাজ মহাশয়, ক্রিশ্চান বিশপ অলক মুখার্জি মহাশয়, সোশল অ্যাক্টিভিস্ট পৌলমী ঘোষ, কলকাতা খিলাফত কমিটির নাসির আহমেদ সাহেব, জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শাদাব মাসুম সাহেব প্রমূখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct