নিজস্ব প্রতিবেদক,কলকাতা,আপনজন: ‘বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ: ঐতিহাসিক পর্যালোচনা’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। তাৎপর্যপূর্ণ এই সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শাহনওয়াজ আলী রায়হান সাহেব। আলোচনায় শাহনওয়াজ আলী রায়হান বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ এর ঐতিহাসিক পর্যালোচনা করেন। তিনি তাঁর জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে তথ্যসমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেন।
এদিন তিনি আলোচনা সভায় বলেন, বাংলার রেনেসাঁয় বাঙালি মুসলিম সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাঙালিত্ব, বাংলা ভাষার উন্নয়নে মুসলিম শাসকদের অবদান অনস্বীকার্য। তিনি উল্লেখ করেন, বাংলার সুলতানি শাসকদের আমল ছিলো বাংলাভাষা চর্চার স্বর্ণযুগ। সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলিমদের অবদানের বিভিন্ন দিক এদিন বক্তব্যে আলোকপাত করেন শাহনওয়াজ আলী রায়হান। রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন আর্থ - সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলার মুসলমানদের রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এইদিনের সেমিনারের সভাপতি মাওলানা আব্দুর রফিক সাহেব জানান, বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য আমাদের শিক্ষার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাওলানা আব্দুর রফিক সাহেব আরো বলেন, বিভিন্ন ক্ষেত্রে গবেষক তৈরি করা, বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ, মুসলিম যুবশক্তি ও মেধাকে সামাজিক উন্নয়নের কাজে ব্যবহার ইত্যাদি বিষয়ে আমাদের অগ্রাধিকার দিতে হবে। এদিনের সেমিনারে আরো উপস্থিত ছিলেন রাজ্য জামাআতের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শাদাব মাসুম সাহেব, জিল্লুর রহমান সাহেব, আব্দুল আজিজ সাহেব প্রমুখ।এছাড়াও অধ্যাপক আব্দুল মাতিন সাহেব, অধ্যাপক যাফির আহমেদ সাহেব, অধ্যাপক ওবায়দুর রহমান সাহেব প্রমুখ ইসলামী আলোচনাচক্রে উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct