বাবার কথা
শীলা সোম
_______________
আমার বাবার দেশ ঢাকা, অধুনা বাংলাদেশ,
ঢাকার পোলা বলে বাবার গর্ব ছিল বেশ।
বিঘা কে বিঘা ধান জমি, পুকুর ভরা মাছ,
ছিলেন ভালই, অভাবের পান নি কোনো আঁচ।
নয় বছর বয়সে হারান, পিতাকে যে তাঁর,
মামার বাড়ি হোলো তখন, একান্ত আপনার।
বাবার দাদু ৺মহেন্দ্র দত্ত, মামা ঠাকুমার,
ওকালতি তে নাম ডাক তাঁর, ছিল যে পশার।
অল্পবয়সে দেশভাগ, রইল পিছনে পরে,
চলে আসেন এই দেশে তে, ঠাকুমার হাত ধরে।
অনেক কষ্ট করে তবে পেয়েছেন চাকরী,
সরল, সাদা সিধে মনে ছিল না ছল চাতুরী।
সততাই মূলমন্ত্র, তাকেই আঁকড়ে ধরে--
চলেছেন বাবা আমাদের, সারা জীবন ধরে।
বিষয় বুদ্ধি ছিল না তাই ঠকেছেন দেদার,
সয়েছেন ব্যথা, যন্ত্রনা, মানেন নি তবু হার।
বাবার জীবনে মায়ের অসামান্য অবদান,
শান্ত শিষ্ট মা সদাই রেখেছেন বাবার মান।
সন্তান স্নেহে ব্যাকুল, সয়েছেন কত ক্লেশ,
মায়ের মনে ছিলো না, কোনোই হিংসা দ্বেষ।
পেয়েছি শিক্ষা মানুষ হবার, মন্ত্র সদাই,
তাঁদের তরে ধন্য মোরা সন্দেহ যে নাই।
চলে গেলেন বাবা একদিন, না ফেরার দেশে,
হারালাম ছত্র-ছায়াখানি, রেখে ছিলেন অক্লেশে।
ভুলব না বাবাকে মোরা, কখনো কোনোদিন,
স্মৃতির পাতায় আছেন হয়ে তিনি চির নবীন।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct