আতঙ্কিত জনজীবন
মির মহঃ ফিরোজ
__________________
চারিদিকে নানান ঘটনাপ্রবাহ,
আতঙ্কিত জনজীবন,
এরা কি মানুষ! পিশাচ! নরাধম!
ক্ষমতা, ক্ষমতা, শুধুই ক্ষমতা,
ক্ষমতার জন্যই মানুষ খুন,
এদের পাঁজরে তবে কি ধরেছে ঘুণ?
ঘটনা প্রবাহে প্রশ্ন জাগে ---
আইনকানুন কোথায়? কোথায় গেলে মুক্তি ;
ন্যয় বিচার প্রতিষ্ঠিত হবে কী?
আইন তো ন্যায় ও সত্যের প্রভু,
একথা এখন নিবু নিবু ; এখন তো আইন ---
সম্পদশালী ও শক্তের ; রাজনৈতিক দাদাদের।
ন্যায় ও সত্য প্রতিষ্ঠা পাবে কী?
এ প্রশ্ন আজ জাগে সবার মনে,
কিন্তু কে করবে এ প্রশ্ন? এতো অবান্তর!
যেখানে আইন এখন নিজেই ধর্ষিত ; কাকে বিচার দেবে?
করতে হয় হাপিত্যেশ, ন্যায় বিচারের ;
আইন কী পারবে সত্য উদ্ঘাটন করতে?
হয়তো পারবেনা!
তবুও আইনের উপর ভরসা রাখতেই হবে ; নতুবা ---
আইন অবমাননার দায় পড়বে যে ঘাড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct