আপনজন ডেস্ক: বগটুই কাণ্ডে সিবিআই তদন্ত শুরুর মুখে দৃত তৃণমূল খংগ্রেস ব্লক সভাপতি আনারুল হোসেন বললেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগুন কাণ্ডের পিছনে ষড়যন্ত্রে অভিযোগ তুললেও কে এই ষড়যন্ত্রের মূলে সেটা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত রামপুরহাট-১ এর ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের পর পুলিশ ভ্যানে বসে নিজেই অভিযোগ জানালেন এর পিছনে রয়েছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকারী হিসেবে অনুব্রতর মণ্ডলের দিকেই আঙুল তুললেন আনারুলের ভাইপো। তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলই কাকাকে ফাঁসিয়ে দিয়েছে।’ শনিবারই এই ঘটনায় ধৃত আনারুল সহ ২২ জনকে হেফাজতে নিয়েছে সিবিআই। স্বাস্থ্য পরীক্ষা করতে ধৃতদের আনা হয়েছিল রামপুরহাট মেডিক্যাল কলেজে। সেখানেই পুলিশের ভ্যানে মুখে গামছা জড়িয়ে বসেছিলেন তৃণমূলের এই ধৃত নেতা। সেখান থেকেই আনারুল বলেন, ‘বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র। সিবিআইকে সহযোগীতা করব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct