আপনজন ডেস্ক: সবাই জানেন কুকুর প্রভুভক্ত ও গৃহপালিত প্রাণী। কিন্তু কখনও কখনও তারা বন্য প্রাণীর মতই আক্রমণ চালায় মানুষের ওপর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেও এমনই একটি ঘটনা ঘটেছে। এক কলেজছাত্রীকে দু’টি কুকুর হামলা চালিয়ে ৮০০ বারের বেশি কামড়েছে। এতে তার শরীর থেকে প্রায় ৩০ শতাংশ রক্ত ঝরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কুকুরগুলোকে দমাতে ব্যর্থ হয় তারা। ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জ্যাকুলিন ডুরান্ড। গত ডিসেম্বরে তার ২২তম জন্মদিনের একদিন ভয়াবহ এই হামলার শিকার হন জ্যাকুলিন। ওইদিন তিনি ডা. জাস্টিন বিশপ ও তার স্ত্রী অ্যাশলের দুই কুকুরকে রাস্তায় হাঁটানোর জন্য এই দম্পতির বাড়িতে যান। কিন্তু দরজা খুলতেই কুকুর দু’টি ঝাপিয়ে পড়ে জ্যাকুলিনের ওপর। একটি কুকুর মিশ্র জাতের জার্মান শেফার্ড, এটির নাম লুসি। আরেকটি কুকুর পিটবুলের মিশ্র জাতের, এটির নাম বেন্ডার। ওই ঘটনার পর জ্যাকুলিন বলেন, 'মনে হচ্ছিল আমার চেহারা থেকে যেন চামড়া খসে পড়ছিল। আমার মনে হচ্ছিল আমি মারা যাব।' জ্যাকুলিনের চেহারায় মারাত্মক ক্ষত হয়। পরে নিতম্ব থেকে স্কিন গ্রাফট করতে হয় তার। সিবিএস জানায়, জ্যাকুলিনকে এক সপ্তাহ কোমায় থাকতে হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct