নকীবউদ্দিন গাজী,ডায়মন্ডহারবার,আপনজন: স্বেচ্ছাসেবী সংস্থা গুলির সহযোগিতায় করোনার বুস্টার ডোজ এবং টিকাকরণ, সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে ছড়িয়ে দিতে চায় ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা। চরম কোভিদ পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কভিদ সংক্রান্ত বিষয়ে কাজ করেছিল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। তারমধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সবুজ সংঘ। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলিতে সাধারণ মানুষকে টিকাকরণ নিয়ে সচেতন করা থেকে শুরু করে, চরম ঘাটতির সময়ে স্বাস্থ্য দপ্তর কে টিকা করনের জন্য ব্যবহৃত সিরিঞ্জ, স্যানিটাইজার, মাস্ক, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ একাধিক সরঞ্জাম সরবরাহ করেছিল রায়দিঘির সবুজ সংঘ। এছাড়াও দুর্গম সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ থেকে সাধারণ মানুষ এবং বয়স্কদের বিনামূল্যে নিজেদের লঞ্চে করে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল এই সবুজ সংঘ। এদিন ডায়মন্ড হারবারে স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় । এই শিবিরের উদ্বোধন করেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডা. দেবাশীষ রায়। এবং আগামী দিনে এই সংস্থা কে সঙ্গে নিয়ে সরকারিভাবে টিকাকরণের কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন ডায়মন্ডহারবারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct