সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: জেলার সার, বীজ, কীটনাশক এর ইনপুট ডিলারদের আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বছর ব্যাপী ডিপ্লোমা কোর্স করানো হয়। যার নাম ডিপ্লোমা ইন এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প যার মুখ্য কার্যালয় হায়দরাবাদ এর মেনেজ নামক সংস্থা। এই বছর একটি ব্যাচে ৪০ জন করে, ৮০ জন এর দুটো ব্যাচ চলেছে, তাদের আজ বার্ষিক পরীক্ষা ছিল। ভারত সরকারের আইন অনুযায়ী এই কোর্স না করলে আর কোন সার, বীজ, কীটনাশক এর ব্যবসায়ীদের লাইসেন্স রিনিউ হবে না। পরিসংখ্যানে দেখা গেছে ভারতবর্ষের ৮০০ জন চাষি পিছু ১ জন কৃষি সম্প্রসারণ অধিকর্তা কর্মরত। যা খুবই অপর্যাপ্ত। তাই এই ডিপ্লোমা কোর্স এর মাধ্যমে ইনপুট ডিলারদের বিজ্ঞানসম্মত চাষ বিষয়ে শিক্ষিত করা হয় কারন চাষি ভাইদের সব চাইতে বেশি যোগাযোগ চাষ সম্পর্কিত যেকোন বিষয়ে এনাদের সাথে। বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করা, মাটি, জল ও পরিবেশের স্বাস্থ্য সবল রাখা, যথেচ্ছ কীটনাশক বা রাসায়নিক এর ব্যবহার কমানো, সর্বোপরি ব্যয় কমিয়ে চাষি ভাইদের আয় বৃদ্ধি করা ই এই কোর্সের মূল উদ্দেশ্য। আজ এই পরীক্ষায় পরীক্ষক হিসেবে উপস্তিত ছিলেন ম্যানেজ হায়দেরবাদ এর আধিকারিক শ্রী বানউথ শ্রীনু, সামেটি নরেন্দ্রপুর এর অধিকারিক স্বপ্ন সামুই, বাঁকুড়া জেলার ডিডিএ ট্রেনিং শ্রী মানব ব্যানার্জি, সোনামুখী ব্লক এডিএ দীপা মানি ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যক্রম সঞ্চালক ড: মৌমিতা দে গুপ্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct