নিজস্ব প্রতিবেদক,বগটুই,আপনজন: বীরভূম জেলার রামপুরহাট থানার বগটুই গ্ৰামে উপপ্রধান ভাদু সেখের খুন হওয়ার পরে পরিকল্পিত ভাবে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুরুষ, মহিলা ও শিশু সহ ১০ জনকে নিশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়। এই নারকীয় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে শুক্রবার ওয়েলফেয়ার পার্টির এক প্রতিনিধি দল ঘটনাস্থলে যান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি নিহত ও নির্যাতিতদের পরিবারের লোকেদের সাথে কথা বলেন। ওয়েলফেয়ার পার্টির নেতারা জানান, দল নির্যাতিত মানুষকে সাধ্যমত সবরকম সহযোগিতা করবে। এদিন প্রতিনিধি দলে ছিলেন পার্টির রাজ্য সহ-সভাপতি মাহফুজুর রহমান, রাজ্য কমিটির সদস্য হামিদ সেখ, রাজ্য সাধারণ সংসদের সদস্যদ্বয় যথাক্রমে আসাদুল্লাহ সেখ, আসরাফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। রাজ্য সহ-সভাপতি মাহফুজুর রহমান বলেন, “এই নারকীয় ও নৃশংস ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই। মানুষ বলছে, প্রাণ বাঁচাতে যখন এই অসহায় মানুষগুলি কাতর আর্জি জানিয়েছে, তখন তাদের ঘরের মধ্যেই আগুন লাগিয়ে নৃশংসভাবে পুড়িয়ে খুন করা হয়। পুলিশ প্রশাসন তৎপর থাকলে এই নিশংস ঘটনা এড়ানো যেত। পুলিশ আজ দলদাসে পরিণত হয়েছে। এই নারকীয় ঘটনার জন্য পুলিশ প্রশাসন সম্পূর্ণ দায়ী।” তিনি আরও বলেন, “রাজ্য জুড়ে আইনশৃংখলার চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্নভাবে রাজ্যের নানা প্রান্তে মানুষ আক্রান্ত হচ্ছেন, প্রশাসনের একাংশের সহযোগিতায় নারকীয় বিভিন্ন ঘটনা সামনে আসছে। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।” তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও নারকীয় ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ-সভাপতির দাবি, নিহত ও নির্যাতিত মানুষদের উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে ও নির্যাতিত পরিবারগুলির জন্য নিরাপত্তার সুবন্দোবস্ত করতে হবে এবং সেইসঙ্গে ঘরছাড়া মানুষদেরকে নিরাপত্তা দিয়ে নিজ এলাকায় বসবাসের জন্য সব ধরনের সহযোগিতা করতে হবে। উল্লেখ্য ওয়েলফেয়ার পার্টি রাজ্য জুড়ে হিংসার বিরুদ্ধে কলকাতায় বড় বিক্ষোভের ডাক দিয়েছে। আগামী ৩১ মার্চ বেলা ১ টায় আনিস খাঁনের খুনিদের ফাঁসির দাবিতে ও রামপুরহাট গণ-হত্যার প্রতিবাদে এবং বাংলায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবীতে মৌলালি থেকে মহা মিছিল হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct