আপনজন ডেস্ক: এই মুহূর্তে বক্স অফিস মাতিয়ে ব্যবসা করছে একটা ছবি। নাম 'দ্য কাশ্মীর ফাইলস'। আর তাতে রাতারাতি সংবাদের শিরোনামে চলে এসেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার ছবিতে ৯০-এর দশকে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের ঘরছাড়া করার ঘটনা উঠে এসেছে। যদিও এই ছবি বানানোর আগে পর্যন্ত তার খুব বেশি সুখ্যাতি ছিল না বলিউড ইন্ডাস্ট্রিতে। বহু বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল তার নাম। ২০১৮ সালে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন । তার দাবী, ২০০৫ সালের ‘চকোলেট: ডিপ ডার্ক সিক্রেটস’ ছবির শুটিংয়ের সময়ে প্রাক্তন বিশ্বসুন্দরী তনুশ্রীকে হেনস্থা করেন বিবেক। তনুশ্রীর কথায়, 'আমার শট ছিল না। আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দেখছিলাম। ইরফান খানের মুখের ক্লোজ আপ শট নেওয়া হচ্ছিল। আমি নিজের পোশাকের উপর একটি তোয়ালে জড়িয়ে দৃশ্যটি দেখছিলাম। হঠাৎ পরিচালক বিবেক অগ্নিহোত্রী আমাকে বলেন, যাও, ইরফানের সামনে গিয়ে কাপড় খুলে নাচো। তা হলে ইরফানের সুবিধা হবে অভিনয় করতে। আমি হতবাক হয়ে যাই এটা শুনে। কিন্তু ইরফান আমাকে রক্ষা করেন। তিনি বলেন, আমার সাহায্যের প্রয়োজন নেই। কিছু না দেখলেও প্রয়োজনীয় অভিব্যক্তি ফুটে উঠবে আমার মুখে। কাউকে কাপড় খুলে আমার সামনে নাচতে হবে না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct