সামিম কয়াল,কলকাতা,আপনজন: ঠিক ৫ বছর আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে ইসলামিক স্টাডিজ বিভাগ শুরু হয়। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা পাঁচ বছর পর উত্তীর্ণ প্রথম ব্যাচ। গতকাল ছিল এই বিভাগের এম.এ ফাইনাল বছরের সকল ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র ক্বুরআন তিলাওয়াত দ্বারা শুরু করা হয়েছিল। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন এম.এ প্রথম বর্ষ এবং জুনিয়র সকল ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ডেপুটি রেজিস্ট্রার স্যার ড. আশফাক আলি এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ডিন স্যার আঃ রহিম গাজী এছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপিকা ড. সুমাইয়া আহমেদ, ড. সৈয়দ আব্দুর রশিদ এবং ড. সবনম বেগম সহ অন্যান্য। ইসলামিক স্টাডিজ বিভাগের প্রায় ২০০ শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে বিদায়ী ছাত্রছাত্রীদের কাছে কিছু উপহার সামগ্ৰী তুলে দেওয়া হয়। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ ছাত্রদের সংগঠিত ক্বিরাত, গজল ও কবিতা আবৃত্তির শংসাপত্র ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এদিনে অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসিন গাজী, আবু সাঈদ, সালমান খান, তাহমিনা মাহি ও ফারহানা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে ইসলামিক স্টাডিজ বিভাগের সফলতা কামনা করে দু’আ প্রার্থনা করে অনুষ্ঠান শেষ করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct