ওয়াসিফা লস্কর,মগরাহাট,আপনজন: কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এবং “ক্রাই” এর সহযোগিতায় মগহাহাট ২ নং ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে এবং হাইস্কুলগুলোতে বাল্যবিবাহ, মানব পাচার, শিশুশ্রম, স্কুল ছুট এর কুফল সম্পর্কে বিশেষ প্রচার অভিযান চালানো হয়। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে এলাকায় বাল্যবিবাহ, মানব পাচার ও শিশুশ্রমিক এর সংখ্যা বেড়ে গেছে। গ্রামেগঞ্জে অল্প বয়সী মেয়েরা অসাধু ব্যাক্তিদের প্রলোভনে পড়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এবং “ক্রাই” এর সহযোগিতায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদের নিয়ে মোহনপুর কে কে জি সি ইনস্টিটিউশন ও বেলোমনি গার্লস হাইস্কুল স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সারাদিন প্রচার অভিযান হয়েছে।
এই প্রচার কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা অংশগ্রহণ করেন। কাজলা জনকল্যাণ সমিতির জেলা সঞ্চালক বিবেকানন্দ সাহু বলেন এলাকায় নিয়মিতভাবে বাল্যবিবাহের ঘটনা ঘটছে। এই সামাজিক ব্যাধিকে নির্মূল করার জন্য দুইদিন ধরে পাড়ায় পাড়ায় প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct