অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: যক্ষ্মা (টিউবার্কিউলোসিস্ বা টিবি) রোগ নির্মূল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। যক্ষ্মা দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এবিষয়ে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাটে অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরের সামনে এবিষয়ে প্রচার শুরু হয়। আগামী এপ্রিল মাসের ১৪ তারিখ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ট্যাবলোর মাধ্যমেএই প্রচার অভিযান চলবে বলে জানা গিয়েছে।পাশাপাশি যক্ষ্মা রোগের উপরে এদিন একটি পথনাটকের আয়োজন করা হয় স্বাস্থ্যদপ্তর প্রাঙ্গণে । এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বিবেক কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে জানান, বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে আজ থেকে পশ্চিমবঙ্গকে যক্ষ্মা মুক্ত করার জন্য একটি বিশেষ সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করা হল। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই প্রচার অভিযান চলবে। দিনাজপুর জেলার যে সমস্ত এলাকাগুলোতে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই সমস্ত এলাকাতেও এই প্রচার অভিযান চলবে।
স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন এবং যেখানে যক্ষ্মারোগী রয়েছেন বা এই রোগের সম্ভাবনা রয়েছে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। পাশাপাশি কিছু ক্লাবের সদস্যদের আমরা টিবি চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেব। ইতিমধ্যে মধ্যে আমাদের প্রত্যেকটি ব্লকে দুজন করে টিবি চ্যাম্পিয়ন রয়েছেন। গ্রামীণ চিকিৎসকদের ও আমরা টিবি রোগের বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযানে কাজে লাগাবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct