সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: বীরভূম জেলার ভূমিহারা ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল প্রবেশ পথের উপর বসে বিক্ষোভ প্রদর্শন চলে। তাপবিদ্যুৎ প্রকল্প শুরুর জন্য সরকার কর্তৃক এলাকায় জমি অধিগ্রহণ করা হয়।শর্ত সাপেক্ষে ভূমিহারাদের পরিবার প্রতি চাকরি দেওয়ার কথা থাকলেও তারা বঞ্চিত বলে অভিযোগ।এনিয়ে বিভিন্ন অফিসে গিয়ে আবেদন নিবেদন করেও কোন সুরাহা হয়নি। দেওচা পাঁচামিতে জমির বিনিময়ে চাকরি পেলে আমরাও কেন চাকরি পাবনা সেই ক্ষোভে ভূমিহারারা একত্রিত হয়ে নতুন ভাবে বিক্ষোভ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।উল্লেখ্য কিছুদিন আগেই বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের জেনারেল ম্যানেজারের নিকট উপরি উক্ত দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় ভূমিহারা কমিটির পক্ষ থেকে।আজ দ্বিতীয়বারের জন্য জেনারেল ম্যানেজারের বিল্ডিং এর সামনের গেট অবরোধ করে চাকরির দাবিতে বিক্ষোভ দেখানো হয় এবং বীরভুম জেলার ভূমিহারা ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় যতদিন না তারা চাকরি পাচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে বলে সংগঠনের পক্ষ থেকে দিলহারা পারভীন, নিপন মিধ্যা,কপিল মন্ডলরা জানান। সর্বশেষ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খবর, তখন ও বিক্ষোভ প্রদর্শন চলছে, জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিক ও তাদের গাড়ি আটকে পড়েছে বিক্ষোভের জেরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct