সুকমল দালাল,শান্তিনিকেতন,আপনজন: বয়স দু’বছরের কাছাকাছি। আর এই বয়সেই বীরভূমের শান্তিনিকেতনের এক খুদের মধ্যে প্রখর স্মৃতিশক্তি ফুটে উঠেছে। ওই স্মৃতিশক্তির জোরে নিজের নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তুলতে সক্ষম হয়েছে। শান্তিনিকেতনের এই খুদের নাম রাহি মুর্মু। জানা যায়, আগামী মে মাসের ৪ তারিখে এই মেয়ের বয়স দু’বছর পূর্ণ হবে। এইটুকু বয়সের মধ্যে এই মেয়েটি ৫১টি ছড়া, ১৮টি ফল, ১৫টি পাখি, ১৬টি জীবজন্তু, ১৭টি যানবাহন, ৮টি রং, ৬টি আকৃতি, দেহের ১০টি অংশ, ১২টি দেশের জাতীয় পতাকা এবং ২০টি সবজির নাম মুখস্থ।তার বাবা ও মা অনিল মূর্মু এবং সুপর্ণা মান্ডি দুজনেই পেশায় শিক্ষক। তাদের আসল বাড়ি পুরুলিয়া। তবে পেশার তাগিদে তারা দীর্ঘদিন ধরেই শান্তিনিকেতনের ফুলডাঙ্গা এলাকায় থাকেন। তাদের মেয়ের এমন এত অল্প বয়সে জানা-অজানার বিষয়গুলি আয়ত্ত করার কারণ হিসেবে তাঁরা জানান, ‘ছোট থেকেই মোবাইল অথবা টিভির পরিবর্তে তাকে ছড়া এবং অন্যান্য জানা-অজানার বিষয়গুলি শোনানো হয়। খাওয়াদাওয়ার সময় তাকে ছড়া শুনিয়ে খাওয়ানো দেওয়ানো করানো হয়’। এই কারণেই এইসব নানা বিষয় রাহির স্মৃতিতে গেঁথে গেছে।
আরও জানা যায়, রাহির বয়স যখন ১ বছর ৮ মাস তখন তার বাবা - মা মেয়ের এই কৃতিত্বকে তুলে ধরার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করেন। অনলাইনে ওয়েবসাইটে তার ছড়া বলা সহ অন্যান্য জিনিসপত্রের নাম বলা ভিডিও রেকর্ডিং করে পাঠানো হয়। তারপরে এই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম ওঠে রাহির। আবেদন করার পর গত জানুয়ারি মাসে এই খুদের নাম রেকর্ড হিসেবে নথিভুক্ত হয় ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খাতায়। পরে তাদের বাড়ির ঠিকানায় পৌঁছায় একটি সার্টিফিকেট, মেডেল সহ বিভিন্ন সামগ্রী। মেয়ের এমন কৃতিত্বের জন্য স্বাভাবিকভাবেই খুশি বাবা-মা সহ আত্মীয় পরিজনরা। এর পাশাপাশি তারা জানান, অন্যান্য ছেলেমেয়েদের যাতে মোবাইল এবং টিভির থেকে দূরে রাখেন তাদের অভিভাবকদের আবেদন জানান। তাদের কথা অনুযায়ী, প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে রয়েছে। সেই সকল প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct