আপনজন ডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ডে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। হারের পর ব্যক্তিগত একটি দুঃসংবাদ শোনেন ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা। এই ম্যাচ চলাকালে তাঁর বাসায় হানা দেয় চোরের দল। পগবার স্ত্রী গ্যালারিতে থাকলেও বাসায় তাঁর দুই সন্তান ছিল। চুরি এবং চোরের দল নিয়ে তথ্য দেওয়ার বিনিময়ে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন ফরাসি তারকা। এবার জানা গেল, চোরের দলকে ধরতে পগবা কেন মরিয়া হয়ে উঠেছেন। ফ্রান্সের হয়ে তাঁর বিশ্বকাপ জয়ের পদকও যে চুরি গেছে! সংবাদমাধ্যম জানিয়েছে, বাচ্চারা ঘুমোনোর সময় চোরের দল পগবার বাড়িতে চুরি করে। চু
রি যাওয়া মালামাল নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লা ফিগারোকে পগবা বলেছেন, ‘আমার মায়ের অলংকার এবং আমার বিশ্বকাপ জয়ের পদক চুরি গেছে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, ঘটনার সময় আমার দুই বাচ্চা ঘরে ছিল। তাদের সঙ্গে শুধু বাচ্চাদের দেখাশোনা করা আয়া ছিলেন। তিনি শব্দ শোনার পর আমার স্ত্রী ও নিরাপত্তারক্ষীদের জানান। বাচ্চাদের নিয়ে তিনি একটি কামরায় দরজা আটকে ছিলেন। ধাক্কাটা কাটিয়ে উঠতে তার কয়েক দিন লেগেছে। তবে স্বস্তির বিষয় হল বাচ্চাদের কিছু হয়নি।’ ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। গোটা টুর্নামেন্টেই দারুণ খেলেছিলেন পগবা। সম্প্রতি আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ফ্রান্স দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা মিডফিল্ডার।
জোসে মরিনিও ইউনাইটেডের কোচ থাকতে মানসিকভাবে নিজের দিনগুলো নিয়েও কথা বলেছেন পগবা, ‘হতাশা আমার ক্যারিয়ারেও এসেছে। কিন্তু এ নিয়ে খুব কমই কথা বলা হয়। কখনো কখনো নিজেকে অচেনা মনে হয়। সবার কাছ থেকে আলাদা থাকতে মন চায়। ব্যক্তিগতভাবে আমি এসবের সম্মুখীন হয়েছি জোসে মরিনিও ইউনাইটেডে আসার পর। সব উঁচুমানের অ্যাথলেটই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। কিন্তু খুব কমই এ নিয়ে কথা বলে।’ ঘরে চুরির পর গত বুধবার দেওয়া বিবৃতিতে পগবা বলেছেন, ‘গত রাতে আমার পরিবার ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে গেছে। শোবার ঘরে বাচ্চারা ঘুমোনো অবস্থায় চুরি হয়েছে। চোরেরা পাঁচ মিনিটেরও কম সময় ঘরে থাকলেও সে সময়ের মধ্যে ঝরে যা যা ছিল, তার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে গেছে—আমাদের স্বস্তি ও নিরাপত্তা। গত রাতে ম্যাচের শেষ মুহূর্তে এই ঘটনা ঘটে। চোরেরা জানত আমরা ঘরে থাকব না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct