সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: গত সোমবার রাতে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত বগটুইয়ে আট জন বাসিন্দার অগ্নিদগ্ধ মৃত্যুর ঘটনাকে ‘খুবই শকিং’ বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। বুধবার আদালতে শুনানি পর্বে তিনি বলেন, ‘এটি একটি সিরিয়াস ক্রাইম। শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছে। কয়েকটি বাড়িতে আগুন লাগে।’কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এজলাশে আরও জানান,‘বগটুইয়ের কি হয়েছে সেই ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত। যারা দোষী, তাদের যথাযথ শাস্তি হওয়া উচিত। কাউকে ছাড়া হবে না।’ ইতিমধ্যেই বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় এক সঙ্গে অনেকগুলি মামলা হয়েছে। গত সোমবার বিকেলে বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার কয়েক ঘণ্টায় ব্যবধানেই মঙ্গলবার সকালে বগটুইয়ের পশ্চিমপাড়ায় শিশু এবং মহিলা-সহ এক সঙ্গে আট জনের ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই উত্তপ্ত বগটুই। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে ১১ জন গ্রেফতার হয়েছেন ভাদু শেখ খুনের ঘটনায়, বাকিদের অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সবাইকেই বুধবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।বগটুইয়ের ঘটনায় গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। পাশাপাশি এবার পাঁচ সদস্যের কমিটি গডেছে কেন্দ্রীয় বিজেপি। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা পাঁচ সদস্যের একটি ‘সত্যতা যাচাই কমিটি’ গড়েছেন। ওই দলের সদস্যেরা আগামী শুক্রবার বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন। তাঁরা সেখান থেকে তথ্য সংগ্রহ করে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় বিজেপি-কে রিপোর্ট জমা দেবেন। অন্য দিকে, এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিয়েছে জাতীয় শিশু অধিকাররক্ষা কমিশন। চিঠিতে কমিশন জানিয়েছে, -’এই ঘটনায় তদন্তের পর তিন দিনের মধ্যে সেই রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে’। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে সিটের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে তা দাখিল করার কথা সিটের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct